ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

কর্মীর জানাজা পড়ালেন কোম্পানির বিলিনিওর মালিক, কাঁধে নিলেন কফিনও!

ভারতীয় বংশোদ্ভূত আরব আমিরাতের বিলিয়নিয়র ধনকুবের ও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফআলী এমএ— তার অফিসের এক সাধারণ কর্মীর জানাজার নামাজ নিজে পড়িয়েছেন। সঙ্গে তার কফিনও বহন করেছেন। শিহাবুদ্দিন নামের এই কর্মী রিটেইল কোম্পানিটিতে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছেন। তিনি অফিসের কাজ করার সময়ই হার্টঅ্যাটাক করে মারা যান। শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গেও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতার সম্পর্ক রয়েছে। তার বাবাও এখানে কাজ করেছেন। এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন।

তবে শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক আছে বলেই যে, ইউসুফআলী এমএ তার জানাজা পড়িয়েছেন— এমনটি নয়। নাম প্রকাশ না করার শর্তে কোম্পানিটির এক কর্মী বলেছেন, লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি পরিবারের সদস্যদের সান্ত্বনা  দিতে মৃত কর্মীর বাড়িতে যান তিনি। এই কর্মী জানিয়েছেন, ইউসুফ আলী তাদের কোম্পানির মালিক এবং ধনকুবের হলেও, তারা সবাই তাকে ভালোবেসে ইউসুফ ভাই নামে ডাকেন। সিনিয়র, জুনিয়র কাউকে আলাদা চোখে দেখেন না তিনি। এ কারণে সবাই-ই তাকে ভাই হিসেবে সম্বোধন করেন।

তিনি বলেছেন, “এর কারণ ইউসুফ ভাই সব কর্মীকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো কথা বলেন তিনি।” তিনি আরও বলেন, “যদি তিনি শহরে থাকেন, তাহলে যে কোনো কর্মীর মৃত্যুর সময় পাশে থাকার চেষ্টা করেন। (তার জানাজার পড়ানোর ভিডিও) ভাইরাল হলেও, এটি সাধারণ একটি বিষয়। যদি তিনি ভারতে থাকেন এবং তার কোনো কর্মীর মৃত্যু হয়, তাহলে সেখানে ছুটে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এটি তার একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য।”

লুলু গ্রুপের ইউসুফআলী আরব আমিরাতের সবচেয়ে ধনী ভারতীয় ব্যক্তি। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। তিনি বিশ্বে ৪৬০তম ধনী ব্যক্তি।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

কর্মীর জানাজা পড়ালেন কোম্পানির বিলিনিওর মালিক, কাঁধে নিলেন কফিনও!

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ভারতীয় বংশোদ্ভূত আরব আমিরাতের বিলিয়নিয়র ধনকুবের ও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফআলী এমএ— তার অফিসের এক সাধারণ কর্মীর জানাজার নামাজ নিজে পড়িয়েছেন। সঙ্গে তার কফিনও বহন করেছেন। শিহাবুদ্দিন নামের এই কর্মী রিটেইল কোম্পানিটিতে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছেন। তিনি অফিসের কাজ করার সময়ই হার্টঅ্যাটাক করে মারা যান। শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গেও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতার সম্পর্ক রয়েছে। তার বাবাও এখানে কাজ করেছেন। এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন।

তবে শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক আছে বলেই যে, ইউসুফআলী এমএ তার জানাজা পড়িয়েছেন— এমনটি নয়। নাম প্রকাশ না করার শর্তে কোম্পানিটির এক কর্মী বলেছেন, লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি পরিবারের সদস্যদের সান্ত্বনা  দিতে মৃত কর্মীর বাড়িতে যান তিনি। এই কর্মী জানিয়েছেন, ইউসুফ আলী তাদের কোম্পানির মালিক এবং ধনকুবের হলেও, তারা সবাই তাকে ভালোবেসে ইউসুফ ভাই নামে ডাকেন। সিনিয়র, জুনিয়র কাউকে আলাদা চোখে দেখেন না তিনি। এ কারণে সবাই-ই তাকে ভাই হিসেবে সম্বোধন করেন।

তিনি বলেছেন, “এর কারণ ইউসুফ ভাই সব কর্মীকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো কথা বলেন তিনি।” তিনি আরও বলেন, “যদি তিনি শহরে থাকেন, তাহলে যে কোনো কর্মীর মৃত্যুর সময় পাশে থাকার চেষ্টা করেন। (তার জানাজার পড়ানোর ভিডিও) ভাইরাল হলেও, এটি সাধারণ একটি বিষয়। যদি তিনি ভারতে থাকেন এবং তার কোনো কর্মীর মৃত্যু হয়, তাহলে সেখানে ছুটে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এটি তার একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য।”

লুলু গ্রুপের ইউসুফআলী আরব আমিরাতের সবচেয়ে ধনী ভারতীয় ব্যক্তি। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। তিনি বিশ্বে ৪৬০তম ধনী ব্যক্তি।