ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে : অধ্যাপক ইউনূস

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকালে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের পডকাস্ট ‘র‌্যাচম্যান রিভিউ’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

 

অধ্যাপক ইউনূস বলেন, “ছাত্ররা নিজেরাই একটি দল গঠনের বিষয়ে ভাবছে। আমি তাদের পরামর্শক পরিষদে রাখার সময় বলেছিলাম, যদি তারা দেশকে জীবন দিতে পারে, তাহলে তারা নেতৃত্ব দিতে পারে। এখন তারা বলছে, আমাদের নিজস্ব দল গঠন করা উচিত।”

 

তিনি আরও বলেন, “তারা ভালো কাজ করছে। তারা যা অর্জন করেছে, তা রক্ষা করার দায়িত্ব তাদেরই নিতে হবে। অন্যথায় পুরনো শাসকগোষ্ঠী সেই অর্জনগুলো দখল করে নেবে।”

 

তবে তিনি সতর্ক করে বলেন, “দল গঠনের প্রক্রিয়ায় বিভক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। কারণ, রাজনীতিতে প্রবেশ করলে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের সঙ্গে যুক্ত হতে চাইবে। ফলে তারা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না, সেটাই এখন প্রশ্ন।”

 

প্রধান উপদেষ্টা জানান, ছাত্ররা ইতোমধ্যেই দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে এবং প্রচারণা চালাচ্ছে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সময়ই বলে দেবে।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে : অধ্যাপক ইউনূস

প্রকাশিত: ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকালে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের পডকাস্ট ‘র‌্যাচম্যান রিভিউ’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

 

অধ্যাপক ইউনূস বলেন, “ছাত্ররা নিজেরাই একটি দল গঠনের বিষয়ে ভাবছে। আমি তাদের পরামর্শক পরিষদে রাখার সময় বলেছিলাম, যদি তারা দেশকে জীবন দিতে পারে, তাহলে তারা নেতৃত্ব দিতে পারে। এখন তারা বলছে, আমাদের নিজস্ব দল গঠন করা উচিত।”

 

তিনি আরও বলেন, “তারা ভালো কাজ করছে। তারা যা অর্জন করেছে, তা রক্ষা করার দায়িত্ব তাদেরই নিতে হবে। অন্যথায় পুরনো শাসকগোষ্ঠী সেই অর্জনগুলো দখল করে নেবে।”

 

তবে তিনি সতর্ক করে বলেন, “দল গঠনের প্রক্রিয়ায় বিভক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। কারণ, রাজনীতিতে প্রবেশ করলে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের সঙ্গে যুক্ত হতে চাইবে। ফলে তারা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না, সেটাই এখন প্রশ্ন।”

 

প্রধান উপদেষ্টা জানান, ছাত্ররা ইতোমধ্যেই দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে এবং প্রচারণা চালাচ্ছে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সময়ই বলে দেবে।