ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

স্কুলে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা প্রধান শিক্ষককে গণপিটুনি

নগরীর চান্দগাঁওয়ের মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ১ টার দিকে স্কুল ভবনেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনার সময়–ই স্থানীয়রা স্কুলের সামনে গিয়ে জড়ো হন এবং স্কুল ভবন থেকে দেদুল বড়ুয়াকে বের হয়ে আসতে বলেন। একপর্যায়ে দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। অন্যদিকে ভিকটিম স্কুল শিক্ষিকা সেখান থেকে বের হয়ে বাসায় চলে যান। ঘটনার বর্ণনা দিয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ দৈনিক আজাদীকে বলেন, পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার অসৎ উদ্দেশ্য ছিল। এ জন্য তিনি স্কুলের প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন। শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা স্কুলের প্রধান ফটকে জড়ো হন এবং তাকে ফটক খুলতে বলা হয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন তাকে স্থানীয়রা মারধর করেন। আর ভিকটিম স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

 

পরিদর্শক মো. তানভীর আহমেদ বলেন, দেদুল বড়ুয়াকে অনেকক্ষণ আটকে রাখে স্থানীয়রা। আমরা চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হই এবং দেদুল বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয়। ভিকটিম স্কুল শিক্ষিকাকে থানায় ডাকা হয়েছিল উল্লেখ করে পরিদর্শক বলেন, তিনি থানায় এসেছেন। তার বক্তব্য নেওয়া হয়েছে। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি দেদুল বড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। আগামীকাল (আজকে) দেদুল বড়ুয়াকে আদালতে পাঠানো হবে।

 

জানা গেছে, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তবে এ বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

স্কুলে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা প্রধান শিক্ষককে গণপিটুনি

প্রকাশিত: ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নগরীর চান্দগাঁওয়ের মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ১ টার দিকে স্কুল ভবনেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনার সময়–ই স্থানীয়রা স্কুলের সামনে গিয়ে জড়ো হন এবং স্কুল ভবন থেকে দেদুল বড়ুয়াকে বের হয়ে আসতে বলেন। একপর্যায়ে দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। অন্যদিকে ভিকটিম স্কুল শিক্ষিকা সেখান থেকে বের হয়ে বাসায় চলে যান। ঘটনার বর্ণনা দিয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ দৈনিক আজাদীকে বলেন, পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার অসৎ উদ্দেশ্য ছিল। এ জন্য তিনি স্কুলের প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন। শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা স্কুলের প্রধান ফটকে জড়ো হন এবং তাকে ফটক খুলতে বলা হয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন তাকে স্থানীয়রা মারধর করেন। আর ভিকটিম স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

 

পরিদর্শক মো. তানভীর আহমেদ বলেন, দেদুল বড়ুয়াকে অনেকক্ষণ আটকে রাখে স্থানীয়রা। আমরা চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হই এবং দেদুল বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয়। ভিকটিম স্কুল শিক্ষিকাকে থানায় ডাকা হয়েছিল উল্লেখ করে পরিদর্শক বলেন, তিনি থানায় এসেছেন। তার বক্তব্য নেওয়া হয়েছে। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি দেদুল বড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। আগামীকাল (আজকে) দেদুল বড়ুয়াকে আদালতে পাঠানো হবে।

 

জানা গেছে, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তবে এ বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।