ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

দাওয়াত শেষে দুই ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির এক ট্রাক। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘাতক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজিমের ছেলে মোহাম্মদ তাহমিদ (১২)। আহত হন নাজিমসহ তার অপর ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার কৈয়গ্রামের হাজি পাড়ার শেখ আবদুল্লাহর বাড়ির নাজিম উদ্দিনের পুত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কৈয়গ্রাম রাস্তার মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিহত তাহমিদদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তাহমিদ মাথায় প্রচন্ড আঘাত পায় এবং তার ঘাড়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাজিম ও তার অপর ছেলে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. আরিফ নামে স্থানীয় এক যুবক।

 

কর্ণফুলী থানার এসআই আবদুল গফুর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

দাওয়াত শেষে দুই ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির এক ট্রাক। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘাতক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজিমের ছেলে মোহাম্মদ তাহমিদ (১২)। আহত হন নাজিমসহ তার অপর ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার কৈয়গ্রামের হাজি পাড়ার শেখ আবদুল্লাহর বাড়ির নাজিম উদ্দিনের পুত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কৈয়গ্রাম রাস্তার মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিহত তাহমিদদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তাহমিদ মাথায় প্রচন্ড আঘাত পায় এবং তার ঘাড়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাজিম ও তার অপর ছেলে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. আরিফ নামে স্থানীয় এক যুবক।

 

কর্ণফুলী থানার এসআই আবদুল গফুর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।