ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

তাহিরপুরে চোরাকারবারিদের সহায়তার অভিযোগ, ঘুস আদায় করছেন ওসি

গোপন সমঝোতায় চোরাকারবারিদের সহযোগিতার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি দেলোয়ারের বিরুদ্ধে। শুধু চোরাচালান সীমাবদ্ধ নয় মামলা গ্রেফতার বাণিজ্য, বিভিন্ন খাতে মাসোহারা আদায়, জাদুকাটা নদীর রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি থেকে ঘুস আদায়ে সিদ্ধহস্ত ওসি।

তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই থানা ছাড়াও থানা এলাকার হাওড় ও সীমান্ত জনপদে থাকা বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ সদস্যদের ব্যবহার করে সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা চোরাচালানের মাধ্যমে এমনকি নৌপথে চুরি করা কয়লা, চুনাপাথর, ভারতীয় সেখ নাসির বিড়ি, চিনি, মশলা, ফলমূল, কসমমেটিকস, থান-কাপড়, বিক্রি করতেন।

এছাড়া খাদ্যসামগ্রী, জাদুকাটা নদীর ইজারা বহির্ভূত সীমানায় পরিবেশ ধ্বংসী সেইভ মেশিনে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরিতে গোপন সমঝোতায় সহায়তা করে দিবারাত্রী লাখ লাখ টাকা ঘুস আদায়ে বিস্তর অভিযোগ রয়েছে ওসি দেলোয়ারের বিরুদ্ধে।

উপজেলার সীমান্তবর্তী লাউরগড় ও বারেকটিলা কেন্দ্রিক দুটি চোরাকারবারি চক্রের কাছ থেকে ১ লাখ করে দুই লাখ টাকায় ভারতীয় খাদ্য সামগ্রী (পাস্তা, আপেল, আনার, চিনি) চোরাচালানে সহযোগিতা করে আসছেন ওসি দেলোয়ার।

অভিযোগ রয়েছে, উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক ষ্টেশনকে কাজে লাগিয়ে শতাধিক চোরাকারবারিদের গোপনে লালন করছেন ওসি ও টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ অফিসার। জাদুকাটা নদী থেকে সেইভ মেশিন চালানোর বিপরীতে প্রতিসেট সেইভ থেকে ঘুস নিতেন ওসি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

তাহিরপুরে চোরাকারবারিদের সহায়তার অভিযোগ, ঘুস আদায় করছেন ওসি

প্রকাশিত: ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

গোপন সমঝোতায় চোরাকারবারিদের সহযোগিতার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি দেলোয়ারের বিরুদ্ধে। শুধু চোরাচালান সীমাবদ্ধ নয় মামলা গ্রেফতার বাণিজ্য, বিভিন্ন খাতে মাসোহারা আদায়, জাদুকাটা নদীর রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি থেকে ঘুস আদায়ে সিদ্ধহস্ত ওসি।

তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই থানা ছাড়াও থানা এলাকার হাওড় ও সীমান্ত জনপদে থাকা বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ সদস্যদের ব্যবহার করে সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা চোরাচালানের মাধ্যমে এমনকি নৌপথে চুরি করা কয়লা, চুনাপাথর, ভারতীয় সেখ নাসির বিড়ি, চিনি, মশলা, ফলমূল, কসমমেটিকস, থান-কাপড়, বিক্রি করতেন।

এছাড়া খাদ্যসামগ্রী, জাদুকাটা নদীর ইজারা বহির্ভূত সীমানায় পরিবেশ ধ্বংসী সেইভ মেশিনে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরিতে গোপন সমঝোতায় সহায়তা করে দিবারাত্রী লাখ লাখ টাকা ঘুস আদায়ে বিস্তর অভিযোগ রয়েছে ওসি দেলোয়ারের বিরুদ্ধে।

উপজেলার সীমান্তবর্তী লাউরগড় ও বারেকটিলা কেন্দ্রিক দুটি চোরাকারবারি চক্রের কাছ থেকে ১ লাখ করে দুই লাখ টাকায় ভারতীয় খাদ্য সামগ্রী (পাস্তা, আপেল, আনার, চিনি) চোরাচালানে সহযোগিতা করে আসছেন ওসি দেলোয়ার।

অভিযোগ রয়েছে, উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক ষ্টেশনকে কাজে লাগিয়ে শতাধিক চোরাকারবারিদের গোপনে লালন করছেন ওসি ও টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ অফিসার। জাদুকাটা নদী থেকে সেইভ মেশিন চালানোর বিপরীতে প্রতিসেট সেইভ থেকে ঘুস নিতেন ওসি।