ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

মা-বাবার সামনে চুন-বালু মিশিয়ে খাওয়ানো হলো যুবককে, অবশেষে মৃত্যু

সিলেটের সীমান্ত সংলগ্ন গোয়াইনঘাটে গরুর চুরির অভিযোগে দুই লিটার পানির বোতলে চুন ও বালু মিশিয়ে হাত-পা বেঁধে পানি খাওয়ানো হয় হেলাল মিয়াকে (৩৮)। হেলালের মা-বাবাকে স্থানীয় কয়েকজন যুবক জিম্মি করে তাদের সামনেই এ কাণ্ড ঘটায়। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে গোয়াইনঘাটের রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত হেলাল মিয়া গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের ঘুষগাঁও গ্রামের বাসিন্দা। নিহতের মরদেহ গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

 

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব আহমদ বলেন, ‘হেলাল মিয়া নামে যিনি মারা গেছেন, তার পরিবার আমাদের জানিয়েছেন চুন ও বালু মিশিয়ে পানি তাকে খাওয়ানো হয়েছে। এতে তিনি অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যাবে। আমরা শুধু তার মৃত্যু হয়েছে বলে সনদ পুলিশকে দিয়েছি।’

 

 

এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ। তিনি জানান, হেলাল মিয়াকে গরু চুরির অভিযোগে মারধর করে স্থানীয় লোকজন। ছেলেকে মারধর করা হচ্ছে খবর পেয়ে মা-বাবা তাকে ছাড়িয়ে আনতে যান। এ সময় হেলালের মা-বাবা যুবকদের হাতে-পায়ে ধরে ছেলেকে আহত অবস্থায় ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক হেলালকে জোরপূর্বক কেড়ে নিয়ে হাত-পা বেঁধে আবার মারধর করে।

 

ওসি জানান, মারধরের একপর্যায়ে কয়েকজন যুবক আধা কেজি চুন ও বালু ২ লিটার পানির মধ্যে মিশিয়ে জোরপূর্বক তাকে খাওয়ায়। এরপরও মা-বাবা হেলালকে ধরে ধরে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি আরও বলেন, ‘যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ধরার জন্য পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম কাজ করে যাচ্ছে। যতটুকু জেনেছি, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।’

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

মা-বাবার সামনে চুন-বালু মিশিয়ে খাওয়ানো হলো যুবককে, অবশেষে মৃত্যু

প্রকাশিত: ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেটের সীমান্ত সংলগ্ন গোয়াইনঘাটে গরুর চুরির অভিযোগে দুই লিটার পানির বোতলে চুন ও বালু মিশিয়ে হাত-পা বেঁধে পানি খাওয়ানো হয় হেলাল মিয়াকে (৩৮)। হেলালের মা-বাবাকে স্থানীয় কয়েকজন যুবক জিম্মি করে তাদের সামনেই এ কাণ্ড ঘটায়। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে গোয়াইনঘাটের রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত হেলাল মিয়া গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের ঘুষগাঁও গ্রামের বাসিন্দা। নিহতের মরদেহ গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

 

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব আহমদ বলেন, ‘হেলাল মিয়া নামে যিনি মারা গেছেন, তার পরিবার আমাদের জানিয়েছেন চুন ও বালু মিশিয়ে পানি তাকে খাওয়ানো হয়েছে। এতে তিনি অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যাবে। আমরা শুধু তার মৃত্যু হয়েছে বলে সনদ পুলিশকে দিয়েছি।’

 

 

এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ। তিনি জানান, হেলাল মিয়াকে গরু চুরির অভিযোগে মারধর করে স্থানীয় লোকজন। ছেলেকে মারধর করা হচ্ছে খবর পেয়ে মা-বাবা তাকে ছাড়িয়ে আনতে যান। এ সময় হেলালের মা-বাবা যুবকদের হাতে-পায়ে ধরে ছেলেকে আহত অবস্থায় ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক হেলালকে জোরপূর্বক কেড়ে নিয়ে হাত-পা বেঁধে আবার মারধর করে।

 

ওসি জানান, মারধরের একপর্যায়ে কয়েকজন যুবক আধা কেজি চুন ও বালু ২ লিটার পানির মধ্যে মিশিয়ে জোরপূর্বক তাকে খাওয়ায়। এরপরও মা-বাবা হেলালকে ধরে ধরে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি আরও বলেন, ‘যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ধরার জন্য পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম কাজ করে যাচ্ছে। যতটুকু জেনেছি, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।’