ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ফটিকছড়ির ৯ জনসহ ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত যাওয়ার পথে নারী ও শিশুসহ ফটিকছড়ির ৯ জন ও মহেশখালীর ৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাত ১টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন নলুয়াটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভিসা বন্ধ থাকায় তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের আগরতলায় আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।

 

আটককৃতরা হলেন– চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার ছেলে দীব্য কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), তার দুই মেয়ে ঈশিতা দত্ত (২৫) ও পুষ্পিতা দত্ত (২০) এবং ফটিকছড়ির ফকিরহাটের ইমামনগর গ্রামের বাসিন্দা প্রদীপ কান্তি নাথ (৪৫)। একইভাবে আটক হন মহেশখালীর খোয়ানখ গ্রামের বাসিন্দা অর্নব কুমার দে (৩৭), তার স্ত্রী রাজশ্রী দেবী (৪৩) ও ছেলে অনিরুদ্ধ দে (৪)।

 

বিজিবি জানায়, সোমবার রাতে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ির নলুয়াটিলায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলারে প্রায় ১০০ গজের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে তাদের ফটিকছড়ির ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

৪৩ বিজিবি পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে ত্রিপুরার আগরতলায় যাচ্ছিলেন তারা। ভিসা বন্ধ থাকায় তারা দালালের মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সীমান্ত পার করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেয় এক দালাল।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ফটিকছড়ির ৯ জনসহ ১২ বাংলাদেশি আটক

প্রকাশিত: ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

অবৈধভাবে ভারত যাওয়ার পথে নারী ও শিশুসহ ফটিকছড়ির ৯ জন ও মহেশখালীর ৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাত ১টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন নলুয়াটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভিসা বন্ধ থাকায় তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের আগরতলায় আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।

 

আটককৃতরা হলেন– চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার ছেলে দীব্য কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), তার দুই মেয়ে ঈশিতা দত্ত (২৫) ও পুষ্পিতা দত্ত (২০) এবং ফটিকছড়ির ফকিরহাটের ইমামনগর গ্রামের বাসিন্দা প্রদীপ কান্তি নাথ (৪৫)। একইভাবে আটক হন মহেশখালীর খোয়ানখ গ্রামের বাসিন্দা অর্নব কুমার দে (৩৭), তার স্ত্রী রাজশ্রী দেবী (৪৩) ও ছেলে অনিরুদ্ধ দে (৪)।

 

বিজিবি জানায়, সোমবার রাতে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ির নলুয়াটিলায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলারে প্রায় ১০০ গজের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে তাদের ফটিকছড়ির ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

৪৩ বিজিবি পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে ত্রিপুরার আগরতলায় যাচ্ছিলেন তারা। ভিসা বন্ধ থাকায় তারা দালালের মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সীমান্ত পার করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেয় এক দালাল।