ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, যান চলাচলে বিঘ্ন

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে, কনকনে ঠাণ্ডায় কাঁবু নিম্নআয়ের মানুষ। ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা, যাত্রীবাহী যানবাহন চলাচলে দুর্ভোগ বেড়েছে।

শনিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের একাধিক এলাকা ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়েছে কুয়াশা। দিনেও কুয়াশাকে ভেদ করতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশার কারণে জেলা সদরের মোগলবাসা নৌ-ঘাট, যাত্রাপুর নৌ-ঘাট ও চিলমারী নৌ-বন্দর থেকে সকাল ৯টা পর্যন্ত কোন যাত্রীবাহী নৌকা ও ফেরি ছাড়তে পারেনি।  যার ফলে চিলমারী নৌ-বন্দরে আটকা পড়েছে পাথরবোঝাই ট্রাকগুলো। অন্যদিকে যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না।

এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামে এসে পৌঁছায়।

ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা থেকে আসা যাত্রী মহিবুল ইসলাম বলেন, ‘যমুনা সেতু পার হওয়ার পর প্রচন্ড কুয়াশা দেখা গেছে। ট্রেন খুব ধীর গতিতে চললছিল। সকাল ৬ টার ট্রেন ৯টায় এসে পৌঁছল।’

ট্রাকচালক আয়নাল হক বলেন, ‘গতকাল বিকালে সোনাহাট থেকে পাথর নিয়ে আসছি বন্দরে। কুয়াশার কারণে সকাল ৮টার ফেরি এখনো ছাড়তেই পারেনি।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই থেকে তিনদিন এমন থাকার পর ২ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার উপর দিয়ে। যার ফলে সূর্যের তেমন দেখা মিলবে না।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, যান চলাচলে বিঘ্ন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে, কনকনে ঠাণ্ডায় কাঁবু নিম্নআয়ের মানুষ। ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা, যাত্রীবাহী যানবাহন চলাচলে দুর্ভোগ বেড়েছে।

শনিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের একাধিক এলাকা ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়েছে কুয়াশা। দিনেও কুয়াশাকে ভেদ করতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশার কারণে জেলা সদরের মোগলবাসা নৌ-ঘাট, যাত্রাপুর নৌ-ঘাট ও চিলমারী নৌ-বন্দর থেকে সকাল ৯টা পর্যন্ত কোন যাত্রীবাহী নৌকা ও ফেরি ছাড়তে পারেনি।  যার ফলে চিলমারী নৌ-বন্দরে আটকা পড়েছে পাথরবোঝাই ট্রাকগুলো। অন্যদিকে যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না।

এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামে এসে পৌঁছায়।

ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা থেকে আসা যাত্রী মহিবুল ইসলাম বলেন, ‘যমুনা সেতু পার হওয়ার পর প্রচন্ড কুয়াশা দেখা গেছে। ট্রেন খুব ধীর গতিতে চললছিল। সকাল ৬ টার ট্রেন ৯টায় এসে পৌঁছল।’

ট্রাকচালক আয়নাল হক বলেন, ‘গতকাল বিকালে সোনাহাট থেকে পাথর নিয়ে আসছি বন্দরে। কুয়াশার কারণে সকাল ৮টার ফেরি এখনো ছাড়তেই পারেনি।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই থেকে তিনদিন এমন থাকার পর ২ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার উপর দিয়ে। যার ফলে সূর্যের তেমন দেখা মিলবে না।