প্রায় একই দামে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো আলু। পুরনো আলু খুচরা পর্যায়ে এখনো কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা।
হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়তি থাকায় খুচরা বাজারে পণ্যটির দাম কমেনি। স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে পণ্যটির দাম কমেছে।