ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

পটিয়ায় এক দিনে দুই লাশ উদ্ধার, হত্যা নাকি অন্য কিছু?

পটিয়া উপজেলার ইন্দ্রপুল ও চরকানাই থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।

 

মরদেহের আনুুমানিক বয়স (৬০)। এছাড়া আর কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া থানার উপ–পরিদর্শক নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।

 

গাউছিয়া কমিটি মানবিক টিম পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইছহাক জানান, আমরা একটি অজ্ঞাত লাশের খবর জানতে পেরেছি। যদি প্রশাসনের অনুমতি পাই, গাউছিয়া কমিটি মানবিক টিমের পক্ষ থেকে পটিয়া পৌরসভা গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করবো।

 

এদিকে, পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামের ৬নং ওয়ার্ডে মমতা ডেইরি ফার্মের পিছনে বেঁড়িবাধের সুইস গেটের পানিতে বদিউল আলম (৫৫) নামে অপর একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বদিউল আলম (৫৫) হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র। বদিউল আলম গত রবিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

লাশ পাওয়া ঘটনা হত্যাকাণ্ড নাকি অপমৃত্যু এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এ বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

পটিয়ায় এক দিনে দুই লাশ উদ্ধার, হত্যা নাকি অন্য কিছু?

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

পটিয়া উপজেলার ইন্দ্রপুল ও চরকানাই থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।

 

মরদেহের আনুুমানিক বয়স (৬০)। এছাড়া আর কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া থানার উপ–পরিদর্শক নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।

 

গাউছিয়া কমিটি মানবিক টিম পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইছহাক জানান, আমরা একটি অজ্ঞাত লাশের খবর জানতে পেরেছি। যদি প্রশাসনের অনুমতি পাই, গাউছিয়া কমিটি মানবিক টিমের পক্ষ থেকে পটিয়া পৌরসভা গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করবো।

 

এদিকে, পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামের ৬নং ওয়ার্ডে মমতা ডেইরি ফার্মের পিছনে বেঁড়িবাধের সুইস গেটের পানিতে বদিউল আলম (৫৫) নামে অপর একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বদিউল আলম (৫৫) হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র। বদিউল আলম গত রবিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

লাশ পাওয়া ঘটনা হত্যাকাণ্ড নাকি অপমৃত্যু এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এ বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।