ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সিলিন্ডার গ্যাসের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের দক্ষিণ দিকে মোস্তাক আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ব্যবসায়ী মোঃ আবদুল্লাহর গ্যাস সিলিন্ডারের গুদাম ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুন ধরে ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় পাশে থাকা বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ মোঃ জাবেদ জানান, হঠাৎ করে আগুন ধরে যেভাবে গ্যাসের সিলিন্ডারগুলো বিস্ফোরণ হচ্ছিল সময়মত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ না করলে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। এজন্য ফায়ার সার্ভিস কর্মীদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার সব শেষ হয়ে গেল। গুদামে থাকা সব গ্যাস সিলিন্ডার ও গুদাম ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মংসুইনু মারমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সিলিন্ডার গ্যাসের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের দক্ষিণ দিকে মোস্তাক আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ব্যবসায়ী মোঃ আবদুল্লাহর গ্যাস সিলিন্ডারের গুদাম ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুন ধরে ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় পাশে থাকা বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ মোঃ জাবেদ জানান, হঠাৎ করে আগুন ধরে যেভাবে গ্যাসের সিলিন্ডারগুলো বিস্ফোরণ হচ্ছিল সময়মত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ না করলে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। এজন্য ফায়ার সার্ভিস কর্মীদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার সব শেষ হয়ে গেল। গুদামে থাকা সব গ্যাস সিলিন্ডার ও গুদাম ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মংসুইনু মারমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।