ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

সিরীয়দের স্বদেশে ফেরা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছেন এরদোগান

তুরস্কে বসবাসরত লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সিরিয়ার বিদ্রোহীদের দামেস্ক দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক ক্ষমতাচ্যুতির একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।

রোববার সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। বাশার আল-আসাদ এখন দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন।  আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য বড় মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, আমরা ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলছি যাতে কোনো ভিড় তৈরি না হয় এবং চলাচল সহজ হয়। সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত ইয়াইলাদাগি ক্রসিং ২০১৩ সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে বন্ধ ছিল।

র্তুকি প্রেসিডেন্ট বলেন, আমরা শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি আমরা এতদিন তাদের যেভাবে রেখেছি তার সঙ্গে মিল রেখে করব। এর আগে সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য কাজ করবে তার দেশ।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই দেশটি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

সিরীয়দের স্বদেশে ফেরা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছেন এরদোগান

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

তুরস্কে বসবাসরত লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সিরিয়ার বিদ্রোহীদের দামেস্ক দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক ক্ষমতাচ্যুতির একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।

রোববার সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। বাশার আল-আসাদ এখন দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন।  আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য বড় মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, আমরা ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলছি যাতে কোনো ভিড় তৈরি না হয় এবং চলাচল সহজ হয়। সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত ইয়াইলাদাগি ক্রসিং ২০১৩ সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে বন্ধ ছিল।

র্তুকি প্রেসিডেন্ট বলেন, আমরা শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি আমরা এতদিন তাদের যেভাবে রেখেছি তার সঙ্গে মিল রেখে করব। এর আগে সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য কাজ করবে তার দেশ।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই দেশটি।