ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সিরিয়ায় প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ট্যাংক

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। এদিকে সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ট্যাংক।

 

রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদপত্র মারিভ বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা বেসামরিক নাগরিকদের ইসরায়েলি ভূখণ্ডের কাছাকাছি আসা ঠেকানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

 

ইসরায়েলের প্রবাসবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, ইসরায়েল অবশ্যই ১৯৭৪ সালের যুদ্ধবিরতি সীমারেখার ভিত্তিতে নতুন প্রতিরক্ষা সীমান্ত স্থাপন করবে। আর এই সীমান্ত রেখা হবে দখলকৃত গোলান মালভূমি থেকে হারমন পর্বত পর্যন্ত।

 

১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী পুরো গোলান মালভূমির দখল নেয় ১৯৮১ সালে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী

 

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সেনাবাহিনীকে ইসরায়েল-অধিকৃত ও সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের টহল দেওয়া বাফার জোন ‘দখল’ করার নির্দেশ দিয়েছেন।

 

তিনি বলেন, সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত ১৯৭৪ সালের চুক্তির ‘পতন হয়েছে’। যে কারণে তিনি সামরিক বাফার জোন ও এর কাছাকাছি এলাকার কমান্ডিং অবস্থানগুলো দখল করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

 

নেতানিয়াহু বলেছেন, ‘আমরা কোনও শত্রু শক্তিকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না।’

 

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত সংবাদমাধ্যম আল মানার বলেছে, রোববার সকালের দিকে দক্ষিণ সিরিয়ায় স্থল আক্রমণ শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

ইহুদিবাদী গণমাধ্যম বলছে, ভোরে গোলান মালভূমি লাগোয়া সীমান্ত বেড়া অতিক্রম করে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা ট্যাংক।

 

আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মাঝে বিদ্রোহীরা যখন দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে, ঠিক তখনই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি এই আগ্রাসনের ঘটনা ঘটেছে।

 

ইসরায়েলি গণমাধ্যম সিরিয়ার দক্ষিণের কুনেইত্রা এলাকায় দখলদার বাহিনীর বিপুলসংখ্যক সৈন্য জড়ো করা হয়েছে বলে খবর দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সিরিয়ায় প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ট্যাংক

প্রকাশিত: ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। এদিকে সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ট্যাংক।

 

রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদপত্র মারিভ বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা বেসামরিক নাগরিকদের ইসরায়েলি ভূখণ্ডের কাছাকাছি আসা ঠেকানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

 

ইসরায়েলের প্রবাসবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, ইসরায়েল অবশ্যই ১৯৭৪ সালের যুদ্ধবিরতি সীমারেখার ভিত্তিতে নতুন প্রতিরক্ষা সীমান্ত স্থাপন করবে। আর এই সীমান্ত রেখা হবে দখলকৃত গোলান মালভূমি থেকে হারমন পর্বত পর্যন্ত।

 

১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী পুরো গোলান মালভূমির দখল নেয় ১৯৮১ সালে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী

 

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সেনাবাহিনীকে ইসরায়েল-অধিকৃত ও সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের টহল দেওয়া বাফার জোন ‘দখল’ করার নির্দেশ দিয়েছেন।

 

তিনি বলেন, সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত ১৯৭৪ সালের চুক্তির ‘পতন হয়েছে’। যে কারণে তিনি সামরিক বাফার জোন ও এর কাছাকাছি এলাকার কমান্ডিং অবস্থানগুলো দখল করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

 

নেতানিয়াহু বলেছেন, ‘আমরা কোনও শত্রু শক্তিকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না।’

 

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত সংবাদমাধ্যম আল মানার বলেছে, রোববার সকালের দিকে দক্ষিণ সিরিয়ায় স্থল আক্রমণ শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

ইহুদিবাদী গণমাধ্যম বলছে, ভোরে গোলান মালভূমি লাগোয়া সীমান্ত বেড়া অতিক্রম করে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা ট্যাংক।

 

আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মাঝে বিদ্রোহীরা যখন দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে, ঠিক তখনই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি এই আগ্রাসনের ঘটনা ঘটেছে।

 

ইসরায়েলি গণমাধ্যম সিরিয়ার দক্ষিণের কুনেইত্রা এলাকায় দখলদার বাহিনীর বিপুলসংখ্যক সৈন্য জড়ো করা হয়েছে বলে খবর দিয়েছে।

সূত্র: আল-জাজিরা