চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনায় রিপন দাস (২৭) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আনোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিপন দাস নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্র লেইন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে চকবাজারে মেডিসিন সপ নামে একটি ফার্মেসিতে চাকরি করতো।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের ডিসি (ক্রাইম) মোঃ রইচ উদ্দিন জানান, উক্ত আসামি কোন এজাহারভুক্ত আসামি নয়। তবে এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে বিধায় পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সনাক্ত করা হয়েছে।