ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

বৈঠকের বিষয়ে তিনি বলেন, গতকাল যে হামলাটি হয়েছে এবং রিসেন্ট যে সাম্প্রদায়িক ইস্যু বিশ্বে সবার কাছে তুলে ধরা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অনিরাপদে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের সাধারণ জীবন ব্যাহত হচ্ছে। মানুষের শঙ্কা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিস্তার পানির ন্যায্য বণ্টন নিয়ে আলোচনা করতে বলেছি। বাংলাদেশের প্রত্যেকের সাম্য এবং মর্যাদার ভিত্তিতে জীবন যাপন করছে এটি আরও প্রচার কীভাবে করা যায় সে বিষয়ে কথা হয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কীভাবে বন্ধ এবং বিচার নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশ করার কথা বলেছি।

 

হাসনাত বলেন, যারা ষড়যন্ত্র করছে, তাদের স্পষ্ট বলতে চাই সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে সব ধর্মের সবাই মিলে একসঙ্গে লড়াই করব।

 

তিনি বলেন, সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ বুঝাতে চেয়েছে আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন তারা নিরাপদ ছিল। আমরা ভারতকে বলতে চাই ভারত সংখ্যালঘুদের যে নির্যাতন করেছে তা উদাহরণ হিসেবে দেয়া যায়।

 

ভারতকে উদ্দেশ করে হাসনাত বলেন, আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে সরকারের সঙ্গে ন্যায্য ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখুন।

 

৫ আগস্টের আগে যে একতা তৈরি হয়েছে তা এখনো ভাঙেনি উল্লেখ করে হাসনাত বলেন, জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা বলেছেন এদেশে কোনো সম্প্রদায়িক দাঙ্গা নেই। সকল ধর্মের সকল জাতির লোকজন মিলেমিশে এদেশে একতাবদ্ধ আছে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

বৈঠকের বিষয়ে তিনি বলেন, গতকাল যে হামলাটি হয়েছে এবং রিসেন্ট যে সাম্প্রদায়িক ইস্যু বিশ্বে সবার কাছে তুলে ধরা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অনিরাপদে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের সাধারণ জীবন ব্যাহত হচ্ছে। মানুষের শঙ্কা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিস্তার পানির ন্যায্য বণ্টন নিয়ে আলোচনা করতে বলেছি। বাংলাদেশের প্রত্যেকের সাম্য এবং মর্যাদার ভিত্তিতে জীবন যাপন করছে এটি আরও প্রচার কীভাবে করা যায় সে বিষয়ে কথা হয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কীভাবে বন্ধ এবং বিচার নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশ করার কথা বলেছি।

 

হাসনাত বলেন, যারা ষড়যন্ত্র করছে, তাদের স্পষ্ট বলতে চাই সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে সব ধর্মের সবাই মিলে একসঙ্গে লড়াই করব।

 

তিনি বলেন, সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ বুঝাতে চেয়েছে আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন তারা নিরাপদ ছিল। আমরা ভারতকে বলতে চাই ভারত সংখ্যালঘুদের যে নির্যাতন করেছে তা উদাহরণ হিসেবে দেয়া যায়।

 

ভারতকে উদ্দেশ করে হাসনাত বলেন, আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে সরকারের সঙ্গে ন্যায্য ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখুন।

 

৫ আগস্টের আগে যে একতা তৈরি হয়েছে তা এখনো ভাঙেনি উল্লেখ করে হাসনাত বলেন, জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা বলেছেন এদেশে কোনো সম্প্রদায়িক দাঙ্গা নেই। সকল ধর্মের সকল জাতির লোকজন মিলেমিশে এদেশে একতাবদ্ধ আছে।