ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুধবার চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আয়োজিত সমাবেশে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সহায়তায় ইসকন জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে বাংলাদেশের অশান্তি সৃষ্টি করছে। এ ধরনের ষড়যন্ত্র এ দেশের মানুষ প্রতিহত করবে।”

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আয়োজিত এই সমাবেশে হাসনাত বলেন, “গত ৫ আগস্ট হিন্দুদের মন্দির পাহারা দেওয়া সত্ত্বেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাইফুলকে হত্যা করেছে। এ দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতেই আমরা ঐক্যবদ্ধ।”

 

তিনি আরও বলেন, “ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ করতে হবে। এ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী হয়ে কাজ করছে। বাংলাদেশে ধর্মের নামে উগ্রবাদিতা চালানোর কোনো জায়গা নেই।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, “আমরা ১৫ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই। পাশাপাশি সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে সংগঠনের আরেক নেতা খান তালাক মাহমুদ রাফি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু ধর্মের দোহাই দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত।”

 

উল্লেখ্য, সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইতোমধ্যেই চট্টগ্রামে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুধবার চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আয়োজিত সমাবেশে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সহায়তায় ইসকন জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে বাংলাদেশের অশান্তি সৃষ্টি করছে। এ ধরনের ষড়যন্ত্র এ দেশের মানুষ প্রতিহত করবে।”

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আয়োজিত এই সমাবেশে হাসনাত বলেন, “গত ৫ আগস্ট হিন্দুদের মন্দির পাহারা দেওয়া সত্ত্বেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাইফুলকে হত্যা করেছে। এ দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতেই আমরা ঐক্যবদ্ধ।”

 

তিনি আরও বলেন, “ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ করতে হবে। এ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী হয়ে কাজ করছে। বাংলাদেশে ধর্মের নামে উগ্রবাদিতা চালানোর কোনো জায়গা নেই।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, “আমরা ১৫ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই। পাশাপাশি সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে সংগঠনের আরেক নেতা খান তালাক মাহমুদ রাফি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু ধর্মের দোহাই দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত।”

 

উল্লেখ্য, সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইতোমধ্যেই চট্টগ্রামে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।