দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ২৮৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১২ জন রোগী। চলতি বছরে যার সংখ্যা ৫৯ হাজার ৪২০ জন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাহে ১৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তিন হাজার ৭৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন। এ ছাড়া দুজন চট্টগ্রাম বিভাগ এবং একজন বরিশাল বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।