ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ড্রাইভিং লাইসেন্স পেতে হিজাব খুলতে হচ্ছে: ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসরায়েলি অবরোধে গাজায় ৩৩০ জনের মৃত্যু, ৩ শতাধিক গর্ভপাত ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত ঈদের আগে বোনাসের সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা মানবিক করিডর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সর্বশেষ অবস্থান জানালো প্রেস উইং শিক্ষিত বেকারত্বে উদ্বেগ, সমাধানে দক্ষতা ও মানসিকতা বদলের তাগিদ ডিএনসিসিতে কাজ না পেয়ে বিশৃঙ্খলার অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

বায়েজিদে গোপন কারখানায় নকল উত্তেজক ওষুধের কারবার, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গোপনে তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ। সোমবার (১৯ মে) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন—মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)।

 

 

বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নয়ামাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

 

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এই অবৈধ ওষুধ কারবার চালিয়ে আসছিল বলে আমরা ধারণা করছি।’

 

পুলিশ বলছে, জব্দ মালামালের মধ্যে বিদেশি ওষুধের নকল কভার, প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন রয়েছে। এসব ওষুধ শহরের বিভিন্ন এলাকার ওষুধের দোকানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জনপ্রিয়

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বায়েজিদে গোপন কারখানায় নকল উত্তেজক ওষুধের কারবার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গোপনে তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ। সোমবার (১৯ মে) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন—মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)।

 

 

বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নয়ামাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

 

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এই অবৈধ ওষুধ কারবার চালিয়ে আসছিল বলে আমরা ধারণা করছি।’

 

পুলিশ বলছে, জব্দ মালামালের মধ্যে বিদেশি ওষুধের নকল কভার, প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন রয়েছে। এসব ওষুধ শহরের বিভিন্ন এলাকার ওষুধের দোকানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।