বাংলাদেশে পুশ ইন করা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পুশ ইন বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে এবং বাংলাদেশ নিয়ম মেনেই পরিস্থিতি সামলাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে এবং স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সম্পর্কে উপদেষ্টা জানান, তিনি নিজেই মন্ত্রণালয় থেকে সরে যেতে চান এবং তার দায়িত্ব শিগগিরই পরিবর্তন হবে।
এছাড়া প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।