উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগেই বেতন ও বোনাস পাবেন বলে ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার (২১ মে) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানান, ৫ জুন থেকে ঈদের ছুটি শুরুর আগেই বেতন ও বোনাস পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস একসঙ্গে নাও আসতে পারে, তবে আগে বোনাস ছাড় হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া অর্থ মন্ত্রণালয় ঈদ বোনাসে বাড়তি সুবিধার প্রস্তাব অনুমোদন দিয়েছে। ফলে এবার এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আজহার বোনাস পাবেন। কর্মচারীরা আগের নিয়মেই বোনাস পাবেন।
মাউশি সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ের বকেয়া বেতন ও ভাতার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে, যার মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে।