ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ড্রাইভিং লাইসেন্স পেতে হিজাব খুলতে হচ্ছে: ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসরায়েলি অবরোধে গাজায় ৩৩০ জনের মৃত্যু, ৩ শতাধিক গর্ভপাত ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত ঈদের আগে বোনাসের সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা মানবিক করিডর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সর্বশেষ অবস্থান জানালো প্রেস উইং শিক্ষিত বেকারত্বে উদ্বেগ, সমাধানে দক্ষতা ও মানসিকতা বদলের তাগিদ ডিএনসিসিতে কাজ না পেয়ে বিশৃঙ্খলার অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ থেকে

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ বুধবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করছে আজ থকে। রেল ভবন থেকে জানা গেছে, বরাবরের মতো রেলওয়ে এবারও যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে শতভাগ অনলাইনে সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করবে। আগামী ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকেট বিক্রি শুরু হবে ১০ দিন আগে আজ ২১ মে থেকে।

 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকেট বিক্রি দুপুর ২টায় শুরু হবে।

 

 

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার বলেন, ২১ মে যাত্রীদের মাঝে দেওয়া হবে ৩১ মে’র টিকেট। আগামী ১ জুনের টিকেট বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকেট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

 

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, ট্রেনে ঈদুল আজহার অগ্রিম টিকেট বিক্রি বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে। শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না। যাত্রীদের মাঝে ১৬টি আন্তঃনগর ট্রেনের প্রায় ৮ হাজারের মতো অগ্রিম টিকেট বিক্রি হবে।

 

রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিটি আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন তিনি। কোনো টিকেট রিফান্ড করা যাবে না। চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

 

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগ কোচ মেরামত করে রেলওয়ের পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

জনপ্রিয়

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ থেকে

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ বুধবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করছে আজ থকে। রেল ভবন থেকে জানা গেছে, বরাবরের মতো রেলওয়ে এবারও যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে শতভাগ অনলাইনে সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করবে। আগামী ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকেট বিক্রি শুরু হবে ১০ দিন আগে আজ ২১ মে থেকে।

 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকেট বিক্রি দুপুর ২টায় শুরু হবে।

 

 

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার বলেন, ২১ মে যাত্রীদের মাঝে দেওয়া হবে ৩১ মে’র টিকেট। আগামী ১ জুনের টিকেট বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকেট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

 

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, ট্রেনে ঈদুল আজহার অগ্রিম টিকেট বিক্রি বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে। শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না। যাত্রীদের মাঝে ১৬টি আন্তঃনগর ট্রেনের প্রায় ৮ হাজারের মতো অগ্রিম টিকেট বিক্রি হবে।

 

রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিটি আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন তিনি। কোনো টিকেট রিফান্ড করা যাবে না। চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

 

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগ কোচ মেরামত করে রেলওয়ের পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার সংশ্লিষ্ট প্রকৌশলীরা।