কক্সবাজারের টেকনাফে নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন জেলেরা। সোমবার (১৯ মে) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলে সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, ২০১৭ সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়। দীর্ঘ ৭ বছর ৯ মাস পর হাইকোর্টের আদেশে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত নদীতে মাছ ধরার অনুমতি মিললেও, টেকনাফ জেটিঘাট থেকে হ্নীলা ও হোয়াইক্যং অংশ এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে জেলেরা মানবেতর জীবনযাপন করছেন।
তারা দ্রুত নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরা উন্মুক্ত করার দাবি জানান।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারি, উখিয়া বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী এবং টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ।