বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো অফিসে ডাকাতির ঘটনায় চকরিয়ার সাহারবিল এলাকায় ডাকাত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে এই অভিযান চালায় লামা থানা পুলিশ। এ নিয়ে ঘটনায় মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। গত ৯ মে ভোরে লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকোর অফিসে হামলা চালিয়ে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে সশস্ত্র ডাকাতদল। এ সময় তারা অফিসকর্মীদের জিম্মি করে। ঘটনার পরদিন (১০ মে) অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করে লামা থানায় মামলা হয়।
এ ঘটনায় আটককৃতদের দেওয়া তথ্যমতে, এর আগে পৃথক তিনটি অভিযানে মাটি খুঁড়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ১৫ মে এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যমতে ১৬ মে সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা এবং ১৭ মে করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা ও রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি করে আরো ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ।