ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও নরসিংদী স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন সিলেটে প্রথমবারের মতো চা প্রদর্শনী, চীন-বাংলাদেশ চা বাণিজ্যে নতুন সম্ভাবনা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৫ কর্মকর্তা চাকরি ছাড়লেন এসএসসি পরীক্ষার আগে শ্রেণিকক্ষে ভাঙচুর করে টিকটক ভিডিও, ৬ শিক্ষার্থী শনাক্ত চবির মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট, শুরু শ্রেণি কার্যক্রম আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি ডিএমপির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস ভয়াবহ চুকনগর গণহত্যা: ইতিহাসে উপেক্ষিত এক ট্র্যাজেডি

পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ নেতা মোহাম্মদ এমরান (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রেজা এ মাওলা সাকিব (২০)। গত শনিবার রাতে পৃথক অভিযানে পুলিশ উপজেলার কুসুমপুরা ও কচুয়াই ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে।

 

যুবলীগ নেতা মোহাম্মদ এমরান কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের আলতাজ বাপের বাড়ির মৃত পেয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে। অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রেজা এ মাওয়া সাকিব উপজেলার কচুয়াই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা ফকিরের বাড়ির মো. শাহ উদ্দিনের ছেলে।

 

 

পটিয়া থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বকসুর ছেলে মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় একটি বিস্ফোরক মামলাটি দায়ের করেন। মামলায় ৬৮ জনকে এজহারভুক্ত আসামি করে আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও

পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ নেতা মোহাম্মদ এমরান (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রেজা এ মাওলা সাকিব (২০)। গত শনিবার রাতে পৃথক অভিযানে পুলিশ উপজেলার কুসুমপুরা ও কচুয়াই ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে।

 

যুবলীগ নেতা মোহাম্মদ এমরান কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের আলতাজ বাপের বাড়ির মৃত পেয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে। অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রেজা এ মাওয়া সাকিব উপজেলার কচুয়াই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা ফকিরের বাড়ির মো. শাহ উদ্দিনের ছেলে।

 

 

পটিয়া থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বকসুর ছেলে মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় একটি বিস্ফোরক মামলাটি দায়ের করেন। মামলায় ৬৮ জনকে এজহারভুক্ত আসামি করে আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।