ঢাকা , বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাইবান্ধার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ে ২৫ হাজার টাকা জরিমানা সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কোস্টগার্ড ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার বেবিচকের দুই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সনদ বিতরণ নোয়াখালীতে জনসংযোগ ও লিফলেট বিতরণ করলো জাতীয় নাগরিক পার্টি ভোট টাকার কাছে বিক্রি করা যাবে না, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে: হাসনাত আবদুল্লাহ অনলাইন জুয়ায় এক হাজারের বেশি এমএফএস এজেন্ট শনাক্ত করেছে সিআইডি

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ মে) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’-এর দ্বিতীয় খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা ট্রুথ জাস্টিস কমিশন দীর্ঘদিন ধরেই প্রয়োজন ছিল এবং এটি ১৯৭২ সাল থেকেই থাকা উচিত ছিল। কমিশন গঠনে প্রফেশনাল পদ্ধতিতে এগোনো হবে এবং এ লক্ষ্যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাউথ আফ্রিকা সফরে যাচ্ছেন।

 

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে আসিফ নজরুল বলেন, আইনটি যতটা সম্ভব কার্যকর ও পরিপূর্ণভাবে প্রণয়ন করা হবে। কারণ ভবিষ্যৎ সরকার এই আইনকে সমর্থন করবে কি না, তা অনিশ্চিত। তাই আইন ও কমিশন উভয়কেই শক্তিশালী করার উপর জোর দেন তিনি।

 

তিনি আরও জানান, অতীতের অপরাধগুলো কীভাবে এই আইনের আওতায় আনা যায়, তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দোষীদের সাজা নিশ্চিত করার অঙ্গীকারও করেন।

 

সভায় উপস্থিত অন্যান্য আইনজীবী ও উপদেষ্টারা দ্বিতীয় খসড়ায় বিদ্যমান অস্পষ্টতা ও ভুল তুলে ধরেন এবং বলেন, এই সমস্যা সমাধান না হলে রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং জনগণের মনে ভয় বাড়বে।

জনপ্রিয়

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত: ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ মে) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’-এর দ্বিতীয় খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা ট্রুথ জাস্টিস কমিশন দীর্ঘদিন ধরেই প্রয়োজন ছিল এবং এটি ১৯৭২ সাল থেকেই থাকা উচিত ছিল। কমিশন গঠনে প্রফেশনাল পদ্ধতিতে এগোনো হবে এবং এ লক্ষ্যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাউথ আফ্রিকা সফরে যাচ্ছেন।

 

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে আসিফ নজরুল বলেন, আইনটি যতটা সম্ভব কার্যকর ও পরিপূর্ণভাবে প্রণয়ন করা হবে। কারণ ভবিষ্যৎ সরকার এই আইনকে সমর্থন করবে কি না, তা অনিশ্চিত। তাই আইন ও কমিশন উভয়কেই শক্তিশালী করার উপর জোর দেন তিনি।

 

তিনি আরও জানান, অতীতের অপরাধগুলো কীভাবে এই আইনের আওতায় আনা যায়, তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দোষীদের সাজা নিশ্চিত করার অঙ্গীকারও করেন।

 

সভায় উপস্থিত অন্যান্য আইনজীবী ও উপদেষ্টারা দ্বিতীয় খসড়ায় বিদ্যমান অস্পষ্টতা ও ভুল তুলে ধরেন এবং বলেন, এই সমস্যা সমাধান না হলে রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং জনগণের মনে ভয় বাড়বে।