গ্রাম আদালত বিলুপ্ত করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার (২০ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।
পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “গ্রাম আদালত বিলুপ্ত করার পাশাপাশি উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালুর সুপারিশ করেছি। এতে সাধারণ মানুষ দ্রুত বিচার পাবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার বরাবরই মুখে মুখে ছিল, বাস্তবে নয়। ব্রিটিশ আমল থেকে উপর থেকে চাপিয়ে দেওয়া কাঠামো এখনো চলছে। আমরা একটি সিঙ্গেল শিডিউলে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানে নির্বাচন করার প্রস্তাব দিয়েছি।”