ওয়াসার পানি নিয়ে নগরবাসীর অভিযোগের অন্ত নেই। এবার রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির পানিতে মিলছে পোকা ও ময়লা। পানি দুর্গন্ধ হওয়ায় পান তো দূরের কথা দৈনন্দিন কাজ সারতেই চরম ভোগান্তিতে পরেছেন নগরবাসী। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলছে না। দুর্গন্ধের কথা স্বীকার করলেও পোকা-ময়লার দায় এড়িয়ে ঢাকা ওয়াসার দাবি, পানি সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাংক পরিষ্কার না করায় এই অবস্থা। কিন্তু বাড়িওয়ালারা জানাচ্ছেন, ট্যাংক পরিষ্কার করেও মিলছে না সমাধান।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় বছরের এই সময় এলেই কয়েক মাস ধরে পানির কল থেকে আসে ছোট ছোট পোকা আর ময়লা। এছাড়া পাল্টে যায় রঙ, হয় দুর্গন্ধ। শুধু খিলগাঁও নয় এমন অভিযোগ মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। দৈনন্দিন কাজ কোন রকম সারা গেলেও পান করার অযোগ্য এই দূষিত পানি।
এ অবস্থায় সংশ্লিষ্টদের দায়সারা বক্তব্য না দিয়ে কার্যকর সমাধানের পথ খোঁজার আহ্বান নগরবাসীর।