যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। ১৪ এপ্রিল, সোমবার সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কলাম্বিয়া কাউন্টিতে একটি প্রাইভেট বিমান অবতরণের সময় ভূপাতিত হয়েছে। এ সময় বিমানে ছয় আরোহী ছিল। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিতসুবিশি এমইউ-২বি মডেলের এই বিমানটি কোপাকে শহরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানায়, বিমানটি উচ্চগতিতে মাটিতে আছড়ে পড়ায় যাত্রীদের উদ্ধারের কোনো সুযোগই ছিল না।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রতিনিধি টড ইনম্যান এক সংবাদ সম্মেলনে বলেছে, বিমানটি সম্পূর্ণ বিকৃত ও মাটির মধ্যে প্রায় গেঁথে গিয়েছিল। এটি অত্যন্ত দ্রুতগতিতে ভূপাতিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার ৬ জনের মধ্যে কোনো জীবিত ব্যক্তি নেই বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের তালিকায় রয়েছে এমআইটি স্নাতক জেমস স্যান্টোরো, সাবেক এমআইটি ফুটবলার ও ২০২২ সালের এনসিএএ নারী বর্ষসেরা কারেননা গ্রফ, তার বাবা স্নায়ুবিজ্ঞানী ড. মাইকেল গ্রফ, মা ইউরোগাইনোকোলজিস্ট ড. জয় সাইনি, ভাই জ্যারেড গ্রফ (সোয়ার্থমোর কলেজ গ্র্যাজুয়েট) এবং জ্যারেডের সঙ্গী আলেক্সিয়া কুয়াউইটাস দুয়ার্তে।
তদন্তে জানা গেছে, পাইলট ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস পরিচালনা করছিল। ঘটনার সময় মাঠে বরফ থাকায় এবং মেঘলা আবহাওয়া (তাপমাত্রা ৩৫ ডিগ্রি ফারেনহাইট) দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনটিএসবি বিমানের ধ্বংসাবশেষ এবং একটি ভিডিও ফুটেজ পরীক্ষা করছে, তবে তা জনসাধারণের দেখার জন্য প্রকাশ করা হবে না বলেই জানানো হয়েছে।
বিমানটির মালিকানা ছিল ম্যাসাচুসেটসের ডায়নামিক স্পাইন সলিউশনস এলএলসি, যার একমাত্র এজেন্ট হিসেবে নথিভুক্ত ছিল ড. মাইকেল গ্রফ। বিমানটি গত বছর আধুনিক এভিয়োনিক্স সিস্টেম সহকারে কেনা হয়েছিল।