বিগত ১৪০৩ সৌরহিজরি অর্থবছরে অবৈধ দখলে থাকা তালিবান শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন ১২১টি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী মনসুর আহমেদ হামজা হাফিযাহুল্লাহ উল্লেখ করেন, সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে ১০৪টি বিদ্যালয়, ১১টি আবাসিক এলাকা, ৫টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি প্রশাসনিক বিভাগ। এতে সর্বমোট প্রায় ৮ হাজার ৩০০ একরের অধিক জমি অবৈধ দখলমুক্ত হয়েছে।
উক্ত সম্পদগুলো দীর্ঘদিন যাবত অবৈধ দখলে ছিল। সম্পত্তিগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাগণ ভূমিকা পালন করেছেন, তাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখপাত্র হামজা হাফিযাহুল্লাহ।
উল্লেখ্য যে, ক্ষমতায় আসায় পর হাজার হাজার একর রাষ্ট্রীয় মালিকানাধীন জমি সফলভাবে অবৈধ দখলমুক্ত করেছে ইমারতে ইসলামিয়া, এ প্রচেষ্টা সারাদেশে অব্যাহত রয়েছে।