ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় আসামি সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থেকে রিমান্ড চাওয়া হয়।

 

এছাড়া নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজিদ বোস্তামী থানার একটি ও হাটহাজারী থানার দুটি মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিলেন বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি প্রাণে বেঁচে যান।

 

এই হামলার উদ্দেশ্য ছিল এলাকা দখল নিয়ে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই এবং ছোট সাজ্জাদের গ্রেফতারের প্রতিশোধ। হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বিদেশে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে শিবির সাজ্জাদ।

 

গত ১ এপ্রিল নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তাদের পরিকল্পনায় মানিকসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় আসামি সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থেকে রিমান্ড চাওয়া হয়।

 

এছাড়া নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজিদ বোস্তামী থানার একটি ও হাটহাজারী থানার দুটি মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিলেন বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি প্রাণে বেঁচে যান।

 

এই হামলার উদ্দেশ্য ছিল এলাকা দখল নিয়ে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই এবং ছোট সাজ্জাদের গ্রেফতারের প্রতিশোধ। হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বিদেশে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে শিবির সাজ্জাদ।

 

গত ১ এপ্রিল নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তাদের পরিকল্পনায় মানিকসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়।