হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন গত ৭ এপ্রিল সোমবার, সোমালিয়ার বুলোবার্দি জেলার আবুরী শহরের নিয়ন্ত্রণ নেন। এরপর থেকে শহরটি পুনর্দখলের উদ্দেশ্যে আগ্রাসন চালাচ্ছে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী, কিন্তু মুজাহিদদের পাল্টা আক্রমণে প্রতিবারই পরাজয় আর কফিনের সংখ্যা ভারী করেই ফিরতে হচ্ছে মোগাদিশু বাহিনীকে।
সূত্রমতে, গত ১১ এপ্রিল শুক্রবার, টানা পঞ্চম দিনের মতো শহরটি পুনর্দখলের লক্ষ্যে হামলা চালায় মোগাদিশু বাহিনী। এসময় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরাও মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র পাল্টা আক্রমণ চালান। এতে মোগাদিশু সরকারের কমান্ডার-ইন-চিফ, ওদোয়া ইউসুফ রেজার নেতৃত্বে পরিচালিত এই আক্রমণগুলো শাবাবের প্রচণ্ড আঘাতের ব্যর্থতা এবং এক ভয়াবহ পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়। মোগাদিশু বাহিনী এই যুদ্ধে প্রাণহানি ও আহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
আল-আন্দালুসে রেডিও স্টেশনের এক সাক্ষাৎকারে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, আবুরী শহরের উপকণ্ঠে সংঘটিত শুক্রবারের যুদ্ধে ধর্মত্যাগী মোগাদিশু বাহিনীর অন্তত ১৮ সৈন্য নিহত এবং আরও ৪৩ এরও বেশি সৈন্য আহত হয়েছে। মোগাদিশু বাহিনীর অন্য সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে অনেক শত্রু সৈন্যের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।