চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত হয়েছে চার লক্ষেরও বেশি সাধারণ ফিলিস্তিনি। শুক্রবার (১১ এপ্রিল) জাতিসংঘের ফিলিস্তিন শরনার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজায় যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের পর থেকে কমপক্ষে ৪০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত এইসকল সাধারণ মানুষ দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার শিকার। গাজায় কোনো প্রকার মানবিক সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী। ফলে তীব্র খাদ্য ও আবাসন সংকটে পড়েছে বাস্তুচ্যুত এইসকল সাধারণ ফিলিস্তিনি।
ওই বিবৃতিতে সংস্থাটি গাজায় পুনরায় যুদ্ধবিরতি চুক্তি নবায়নের জন্য আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে সংঘটিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ১৮ মার্চ গাজায় পুনরায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।