বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। তুরস্ক সে জায়গায় গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।”
শনিবার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তুরস্কের আনাতোলিয়া কূটনীতি ফোরাম (ADF)-২০২৫ এর ফাঁকে টার্কিশ এয়ারোস্পেস-এর প্রেসিডেন্ট ও সিইও মেহমেত ডেমিরোগ্লু-র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকের মূল বিষয়বস্তু ছিলো —
-বাংলাদেশে বিনিয়োগের নতুন খাত অন্বেষণ
-মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর
-মহাকাশ প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা
ভবিষ্যতে তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।
তিন দিনব্যাপী আনাতোলিয়া কূটনীতি ফোরাম (ADF)-২০২৫ শুরু হয়েছে শুক্রবার (১১ এপ্রিল)।এর প্রতিপাদ্য ছিলো “বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার”
এই ফোরামে অংশ নিয়েছেন, বিশ্বের ২০ এর অধিক রাষ্ট্র ও সরকারপ্রধান,৫০ এর অধিক পররাষ্ট্রমন্ত্রী,৭০ এর বেশি অন্যান্য মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার ৬০+ সিনিয়র প্রতিনিধি, শিক্ষার্থীসহ মোট অতিথি ৪,০০০ এর বেশি।
বাংলাদেশ ইতিমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে পদার্পণ করেছে। দ্বিতীয় স্যাটেলাইট পরিকল্পনায় রয়েছে।
তুরস্ক, যাদের নিজস্ব উন্নত মহাকাশ প্রকল্প রয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বস্ত প্রযুক্তি ও প্রশিক্ষণ অংশীদার হয়ে উঠতে পারে।
এই ধরনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাত, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।