আসন্ন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে রাজধানীতে আয়োজিত আনন্দ শোভাযাত্রা নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একাধিক নির্দেশনা দিয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নাগরিকদের নিরাপত্তায় পরিকল্পনা ও রুট:
আনন্দ শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। শোভাযাত্রার রুট:
চারুকলা বিভাগ → শাহবাগ মোড় → ইউটার্ন নিয়ে → টিএসসি মোড় → শিববাড়ী ক্রসিং → রোমানা ক্রসিং → দোয়েল চত্বর → পুনরায় টিএসসি মোড় হয়ে → চারুকলা বিভাগে শেষ।
শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক নগরবাসীদের জন্য ডিএমপির পরামর্শ অনুযায়ী রুট:
১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল → শাহবাগ মোড় → কাঁটাবন ক্রসিং → নীলক্ষেত মোড় → ভিসি বাংলো মোড়
২. নিউমার্কেট → নীলক্ষেত → ভিসি বাংলো মোড়
৩. পলাশী → নীলক্ষেত মোড় → ডানে মোড় নিয়ে → ভিসি বাংলো মোড়
৪. চাঁনখারপুল ও বকশীবাজার → পলাশী মোড় → নীলক্ষেত → ডানে মোড় নিয়ে → ভিসি বাংলো মোড়
ডিএমপির বার্তা:
“পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”