দীর্ঘ ১৭ বছর পর আবারও নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে জনসভা করল বিএনপি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ, যা ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ।
সমাবেশের মূল বার্তা ছিলো ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সমাবেশে বলেন:
“বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা রাজপথে আছি, এবারও দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন:
“নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে ছাড় দেওয়া হবে না।”
অপরদিকে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,
“আপনারা পাঁচ বছর থাকতে চাইলে নির্বাচনের মাধ্যমে আসুন।”
তিনি বলেন, “আজকের মাঠের মানুষের জলাবদ্ধতার সমাধান করেনি কেউ, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে।”
বিএনপি জনগণকে আশ্বস্ত করে বলেছে,
“সন্ত্রাস ও মাদক প্রতিহত করে শিক্ষাবান্ধব পরিবেশ গড়বে।”
উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাসুকুল ইসলাম রাজীব, আজহারুল ইসলাম মান্নান, আনোয়ার সাদাত সায়েম, রুহুল আমিন শিকদার, রফিকুল ইসলাম ভূঁইয়া এবং নাহিদ হাসান ভূঁইয়া।এতে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এই মাঠে বিএনপি সর্বশেষ জনসভা করেছিল ২০০৮ সালে, যেখানে প্রধান বক্তা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দীর্ঘ সময় পর এবার অনুষ্ঠিত হলো নতুন করে একটি রাজনৈতিক ঘূর্ণাবর্ত সৃষ্টিকারী জনসভা।