ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করলো

সালফে সালেহীন একদল আলেমের মতে ফরজ সালাত জামাআতের সাথে আদায় করা হুশ জ্ঞানসম্পন্ন প্রত্যেক বালেগ সক্ষম পুরুষের জন্য ফরজে আইন, এমনকি সফরে থাকলেও। অপর আরেক দল আলেমের মতে জামাআতে নামায ওয়াজিব। কেননা, জামাআতে সালাত আদায়ের নির্দেশ কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন,

“তোমরা সালাত আদায় কর ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু কর (অর্থাৎ জামাআতের সাথে সালাত আদায় কর)।” (সূরা ২; বাকারা ৪৩)। আর যারা জামাআতে সালাত আদায় করবে না তাদেরকে শাস্তির হুঁশিয়ারী দেওয়া হয়েছে। এর দলীল হিসেবে উলামায়ে কেরাম এ আয়াতটি উল্লেখ করেছেন,

“যেদিন (যাবতীয়) রহস্য উদঘাটিত হয়ে পড়বে, তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে, এসব (হতভাগ্য) ব্যক্তিরা (কিন্তু সেদিন সাজদা করতে) সক্ষম হবে না, (সেদিন) তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান তাদের ভারাক্রান্ত করে রাখবে; (দুনিয়ায়) যখন তাদের (আল্লাহর সম্মুখে) সাজদা করতে ডাকা হয়েছিল, (তখন) তারা সুস্থ (সক্ষম) ছিল।” (সূরা ৬৮; কলম ৪২-৪৩)

হাশরের মাঠে আল্লাহ যখন সিজদা করতে বলবেন, তখন (জামাত তরককারীরা) সিজদা করতে পারবে না। তাদের পিঠ বাকা করতে পারবে না।(বুখারী: ৪৯১৯)। হাদীসে এ বিষয়ে অনেক তাকিদ দেওয়া হয়েছে।

অথচ ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও।

ইতালিতে সাংবিধানিকভাবে প্রতিটি ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত।

ইতালিজুড়ে গুটিকয় পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান।

তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেখা যায়, ভেনিস থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর মনফালকনের দুটি মসজিদসহ ইতালিজুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদে জামাতে নামাজ পড়া হয়, সব কটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এতে হতাশ ও বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত মুসলিমরা।

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করলো

প্রকাশিত: ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সালফে সালেহীন একদল আলেমের মতে ফরজ সালাত জামাআতের সাথে আদায় করা হুশ জ্ঞানসম্পন্ন প্রত্যেক বালেগ সক্ষম পুরুষের জন্য ফরজে আইন, এমনকি সফরে থাকলেও। অপর আরেক দল আলেমের মতে জামাআতে নামায ওয়াজিব। কেননা, জামাআতে সালাত আদায়ের নির্দেশ কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন,

“তোমরা সালাত আদায় কর ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু কর (অর্থাৎ জামাআতের সাথে সালাত আদায় কর)।” (সূরা ২; বাকারা ৪৩)। আর যারা জামাআতে সালাত আদায় করবে না তাদেরকে শাস্তির হুঁশিয়ারী দেওয়া হয়েছে। এর দলীল হিসেবে উলামায়ে কেরাম এ আয়াতটি উল্লেখ করেছেন,

“যেদিন (যাবতীয়) রহস্য উদঘাটিত হয়ে পড়বে, তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে, এসব (হতভাগ্য) ব্যক্তিরা (কিন্তু সেদিন সাজদা করতে) সক্ষম হবে না, (সেদিন) তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান তাদের ভারাক্রান্ত করে রাখবে; (দুনিয়ায়) যখন তাদের (আল্লাহর সম্মুখে) সাজদা করতে ডাকা হয়েছিল, (তখন) তারা সুস্থ (সক্ষম) ছিল।” (সূরা ৬৮; কলম ৪২-৪৩)

হাশরের মাঠে আল্লাহ যখন সিজদা করতে বলবেন, তখন (জামাত তরককারীরা) সিজদা করতে পারবে না। তাদের পিঠ বাকা করতে পারবে না।(বুখারী: ৪৯১৯)। হাদীসে এ বিষয়ে অনেক তাকিদ দেওয়া হয়েছে।

অথচ ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও।

ইতালিতে সাংবিধানিকভাবে প্রতিটি ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত।

ইতালিজুড়ে গুটিকয় পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান।

তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেখা যায়, ভেনিস থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর মনফালকনের দুটি মসজিদসহ ইতালিজুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদে জামাতে নামাজ পড়া হয়, সব কটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এতে হতাশ ও বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত মুসলিমরা।