ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

গাজীপুরে কৃষকদল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা — ডিশ ও ইন্টারনেট ব্যবসায় দ্বন্দ্বই মূল কারণ

শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় দুর্বৃত্তদের হামলায় কৃষকদল নেতা রাকিব মোল্লা (২৯) নিহত হয়েছেন। তিনি কৃষক দলের গাজীপুর সদর থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

রাকিব মোল্লা ছিলেন ইব্রাহিম মোল্লার ছেলে এবং দাখিনখান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতির পাশাপাশি ডিশ ও ইন্টারনেট ব্যবসায় যুক্ত ছিলেন।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান,

ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা চালাতেন।৯ এপ্রিল থেকে ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাকিব মোল্লা।এতে ইমতিয়াজ ও সেলিমের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব শুরু হয়।

 

শুক্রবার রাতে, রাকিব দাখিনখানে অবস্থান করছিলেন।এসময় ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।তারা রাকিবকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন,

“মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাকিবের স্বজনদের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

গাজীপুরে কৃষকদল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা — ডিশ ও ইন্টারনেট ব্যবসায় দ্বন্দ্বই মূল কারণ

প্রকাশিত: ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় দুর্বৃত্তদের হামলায় কৃষকদল নেতা রাকিব মোল্লা (২৯) নিহত হয়েছেন। তিনি কৃষক দলের গাজীপুর সদর থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

রাকিব মোল্লা ছিলেন ইব্রাহিম মোল্লার ছেলে এবং দাখিনখান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতির পাশাপাশি ডিশ ও ইন্টারনেট ব্যবসায় যুক্ত ছিলেন।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান,

ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা চালাতেন।৯ এপ্রিল থেকে ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাকিব মোল্লা।এতে ইমতিয়াজ ও সেলিমের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব শুরু হয়।

 

শুক্রবার রাতে, রাকিব দাখিনখানে অবস্থান করছিলেন।এসময় ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।তারা রাকিবকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন,

“মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাকিবের স্বজনদের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।