ব্যাটারিচালিত অটোরিকশা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-০৩ এর গণশুনানিতে তিনি এ কথা বলেন।
স্থানীয়রা অটোরিকশার দৌরাত্ম্য এবং ফুটপাত বেদখলের অভিযোগ তুলে ধরলে প্রশাসক বলেন, “প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ডিএমপি ইতিমধ্যে ট্র্যাপার (বিশেষ ফাঁদ) স্থাপন করেছে। কিন্তু অনেক চালক নিয়ম না মেনে এগুলো উপেক্ষা করছে। তাই আরও কার্যকর ট্র্যাপার বসানো হবে এবং অভিযান পরিচালনা করা হবে।”
ফুটপাত দখল বিষয়ে তিনি বলেন, “জনগণের ভোগান্তি দূর করতে ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্থায়ীভাবে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।”
ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের নাগরিক সমস্যাগুলো সরাসরি শুনে ব্যবস্থা নিতে ধারাবাহিকভাবে গণশুনানির আয়োজন করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেন অঞ্চল-৩ এর ১০টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা মশার উৎপাত, জলাবদ্ধতা, স্ট্রিট লাইট, খেলার মাঠ সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, কর কর্মকর্তা মো. শাহেদ জোহার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন নেছা, এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরাফাত হোসেন।