পবিত্র হজ মৌসুমে ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ পালন সাময়িকভাবে বন্ধ থাকবে।
মন্ত্রণালয় জানায়, এই সময়সীমার মধ্যে কেবলমাত্র হজ পারমিটধারীরাই ওমরাহ পালন করতে পারবেন। সৌদি নাগরিক, প্রবাসী বা অন্যান্য ভিসাধারীদের পক্ষে এই সময়ে ওমরাহ পালন সম্ভব নয়।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে—হজ ব্যবস্থাপনায় সুবিধা নিশ্চিত করা এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখা। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, প্রতিবছর হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সহজ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
এছাড়া আরও বলা হয়েছে, যারা হজের আগেই ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন, তাদেরকে অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়সীমার পর কেউ সৌদি আরবে অবস্থান করলে তা ভিসা ও হজ নীতিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
সৌদি সরকারের এ সিদ্ধান্তে চলতি বছর ওমরাহ পালনকারীদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।