রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন এলাকায় বুধবার (৯ এপ্রিল) রাতে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের তিন নেতা। ঘটনাটি ঘটে শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে, রাত সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে।
শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, তিনজনই ছাত্রলীগের নেতা এবং পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের সঠিক নাম ও পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে পাবনায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, স্থানীয় জনগণ চিনে ফেলার পর নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সন্দেহে কয়েকজন ব্যক্তি তাদের মারধর শুরু করে, পরে আরও অনেকেই এতে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ বর্তমানে ওই নেতাদের পরিচয় এবং মামলা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করছে।