ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।

 

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ড. খলিলুর রহমান এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবেন।

 

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি কৃতজ্ঞ। আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

ড. খলিলুর রহমানের পেশাগত জীবন:

–১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন।

–১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান।

–জাতিসংঘে দীর্ঘ ২৫ বছর ধরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

–২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন।

–২০২৪ সালের নভেম্বরে উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হন।

 

শিক্ষাগত যোগ্যতা:

–ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, প্রথম শ্রেণীতে প্রথম।

–ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (টাফ্টস বিশ্ববিদ্যালয়) ও কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।

 

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ড. খলিলুর রহমান এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবেন।

 

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি কৃতজ্ঞ। আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

ড. খলিলুর রহমানের পেশাগত জীবন:

–১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন।

–১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান।

–জাতিসংঘে দীর্ঘ ২৫ বছর ধরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

–২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন।

–২০২৪ সালের নভেম্বরে উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হন।

 

শিক্ষাগত যোগ্যতা:

–ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, প্রথম শ্রেণীতে প্রথম।

–ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (টাফ্টস বিশ্ববিদ্যালয়) ও কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি।