ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

জয় বাংলা স্লোগান দিয়ে বান্দরবানে বিএনপি অফিস ভাংচুর

বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাতের বেলায় জয় বাংলা স্লোগান দিয়ে অফিসে তালা ভেঙে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

 

স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

ভাংচুর করে চলে যাবার সময় তারা পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান লিখে যান।

 

পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাংচুর করা হয়েছে।

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনে হামলা মামলায় ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

এদিকে খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শান্তি শৃংখলা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

জয় বাংলা স্লোগান দিয়ে বান্দরবানে বিএনপি অফিস ভাংচুর

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাতের বেলায় জয় বাংলা স্লোগান দিয়ে অফিসে তালা ভেঙে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

 

স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

ভাংচুর করে চলে যাবার সময় তারা পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান লিখে যান।

 

পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাংচুর করা হয়েছে।

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনে হামলা মামলায় ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

এদিকে খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শান্তি শৃংখলা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।