ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ তাদের পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে।
ফাউন্ডেশন জানায়, তারা পূর্বে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে, গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাতে তারা কনসার্টটি একদিন পিছিয়ে ১২ এপ্রিল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে, তারা এই কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
ফাউন্ডেশন এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে বলেন, ইসরাইলের বর্বরতা মানবতা বিরোধী এবং এটি কেবল ফিলিস্তিনেই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি বড় ধাক্কা। তারা বলেন, “গাজা আজ মৃত্যু উপত্যকা। ইসরাইলের সেনারা শিশু, নারী, বৃদ্ধসহ নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখনও নীরব দর্শক হয়ে রয়েছে।”
ফাউন্ডেশন গাজার মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং বিশ্বের ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানায়।
এদিকে, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ দেশের জনগণকে ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।