ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
মিয়ানমারে উদ্ধার অভিযান

বিধ্বস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ভূমিকম্পের পর বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী দল। শুক্রবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অভিযানে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আইএসপিআর জানায়, গত ২৮ মার্চের ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে একটি উদ্ধারকারী ও মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। এরপর থেকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শুক্রবার নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান পরিচালনা করে দলটি। অভিযানে তারা একাধিক বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধার করে এবং একটি মরদেহ শনাক্ত করে।

 

এছাড়া, একইদিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও আরও ১৬টি আন্তর্জাতিক উদ্ধারকারী দলের প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভায় অংশ নেয় বাংলাদেশ দল।

 

অন্যদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডোর যবুথিরি (৫০ শয্যাবিশিষ্ট) এবং লি ওয়ে (১০০ শয্যাবিশিষ্ট) হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) এই দলটি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেবে।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

মিয়ানমারে উদ্ধার অভিযান

বিধ্বস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

প্রকাশিত: ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ভূমিকম্পের পর বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী দল। শুক্রবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অভিযানে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আইএসপিআর জানায়, গত ২৮ মার্চের ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে একটি উদ্ধারকারী ও মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। এরপর থেকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শুক্রবার নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান পরিচালনা করে দলটি। অভিযানে তারা একাধিক বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধার করে এবং একটি মরদেহ শনাক্ত করে।

 

এছাড়া, একইদিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও আরও ১৬টি আন্তর্জাতিক উদ্ধারকারী দলের প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভায় অংশ নেয় বাংলাদেশ দল।

 

অন্যদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডোর যবুথিরি (৫০ শয্যাবিশিষ্ট) এবং লি ওয়ে (১০০ শয্যাবিশিষ্ট) হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) এই দলটি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেবে।