ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি, সাবেক উপমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং দলীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে জামালপুর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে ঘটনার ভিডিও ক্লিপ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটিতে দেখা যায়, উত্তেজিত অবস্থায় পিস্তল হাতে কার্যালয়ে প্রবেশ করে সিরাজুল হক বারবার অস্ত্র উঁচিয়ে হুমকি দিচ্ছেন। তাকে বলতে শোনা যায়, “আমার ফাঁসি হলেও হবে, তাও গাদ্দারকে মেরে ফেলব।”

 

দলীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সিরাজুল হক তার একদল অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশ করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি তাদের “মুনাফেক” বলে গালি দেন এবং পিস্তল প্রদর্শন করেন।

 

ঘটনা প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী সিরাজুল হক জানান, ওই ঘরটি তার ছেলের মালিকানাধীন, যা জেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২৮ বছর ধরে কোনো ভাড়া পরিশোধ না করায় তার ছেলে বাবুর প্রায় এক কোটি ২০ লাখ টাকা পাওনা রয়েছে। ভাড়া চাইতে গিয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, নিজের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

 

“গাদ্দারকে মেরে ফেলব” মন্তব্য সম্পর্কে তিনি বলেন, তার সাবেক ব্যক্তিগত সহকারী এবং বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ লোটনকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন। তার দাবি, লোটনের সামনেই তার ছেলেকে মারধর করা হলেও তিনি কোনো প্রতিবাদ করেননি।

 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এটিকে ‘পারিবারিক বিষয়’ বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “ঘরটি তার মালিকানাধীন, সেটা ঠিক আছে। তবে যেভাবে তিনি বিষয়টি সামাল দিয়েছেন, সেটি গ্রহণযোগ্য নয়।”

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি, সাবেক উপমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশিত: ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং দলীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে জামালপুর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে ঘটনার ভিডিও ক্লিপ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটিতে দেখা যায়, উত্তেজিত অবস্থায় পিস্তল হাতে কার্যালয়ে প্রবেশ করে সিরাজুল হক বারবার অস্ত্র উঁচিয়ে হুমকি দিচ্ছেন। তাকে বলতে শোনা যায়, “আমার ফাঁসি হলেও হবে, তাও গাদ্দারকে মেরে ফেলব।”

 

দলীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সিরাজুল হক তার একদল অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশ করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি তাদের “মুনাফেক” বলে গালি দেন এবং পিস্তল প্রদর্শন করেন।

 

ঘটনা প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী সিরাজুল হক জানান, ওই ঘরটি তার ছেলের মালিকানাধীন, যা জেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২৮ বছর ধরে কোনো ভাড়া পরিশোধ না করায় তার ছেলে বাবুর প্রায় এক কোটি ২০ লাখ টাকা পাওনা রয়েছে। ভাড়া চাইতে গিয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, নিজের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

 

“গাদ্দারকে মেরে ফেলব” মন্তব্য সম্পর্কে তিনি বলেন, তার সাবেক ব্যক্তিগত সহকারী এবং বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ লোটনকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন। তার দাবি, লোটনের সামনেই তার ছেলেকে মারধর করা হলেও তিনি কোনো প্রতিবাদ করেননি।

 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এটিকে ‘পারিবারিক বিষয়’ বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “ঘরটি তার মালিকানাধীন, সেটা ঠিক আছে। তবে যেভাবে তিনি বিষয়টি সামাল দিয়েছেন, সেটি গ্রহণযোগ্য নয়।”