যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি তিনি তাঁর মন্ত্রিসভার সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ট্রাম্প নবগঠিত সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)-এর দায়িত্ব দিয়েছিলেন। এই বিভাগ সরাসরি সরকারের অংশ না হলেও এর প্রধান কাজ ছিল কেন্দ্রীয় সরকারের ব্যয় হ্রাস এবং কর্মীসংখ্যা কমানো।
ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ইলন মাস্কের পরামর্শে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (USAID) বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানো উল্লেখযোগ্য। এসব সিদ্ধান্ত দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
তিনটি নির্ভরযোগ্য সূত্র, যারা প্রেসিডেন্টের বক্তব্য সম্পর্কে অবগত, জানিয়েছে যে মাস্ক এখন তাঁর ব্যবসায়িক কার্যক্রমে পুরোপুরি মনোযোগ দেবেন। তবে তিনি কিছু ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে একটি পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।
ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর ইলন মাস্ক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ট্রাম্পও তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন। তবে সম্প্রতি দুজনই সিদ্ধান্ত নেন যে মাস্কের পদ থেকে সরে যাওয়ার উপযুক্ত সময় এসেছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং বাইরের অনেকেই মাস্কের চঞ্চল ব্যক্তিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে সমালোচনা শুরু করেন। ফলে প্রশাসনের কিছু সদস্য এবং রিপাবলিকান দলের রাজনীতিবিদরা তাঁকে রাজনৈতিক দায় হিসেবে দেখছে।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মাস্ক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও তিনি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন। ভবিষ্যতে তাঁকে হয়তো মাঝে মাঝে হোয়াইট হাউসে দেখা যাবে।