ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

কারাগারের ব্যারাক হতে কারারক্ষীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পেয়ে সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় এবং তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সহকর্মীদের ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’

 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় শাজিদুল ইসলামের পরিবার, সহকর্মী ও কারাগারের অন্যান্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

কারাগারের ব্যারাক হতে কারারক্ষীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পেয়ে সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় এবং তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সহকর্মীদের ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’

 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় শাজিদুল ইসলামের পরিবার, সহকর্মী ও কারাগারের অন্যান্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।