পটুয়াখালীতে বিএনপির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন, কোরবানির ঈদের আগেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
বুধবার (২ এপ্রিল) দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ। এখন তিনি হাঁটাচলা করতে পারেন। তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলোও সমাপ্তির পথে। আমরা আশা করছি, কোরবানির ঈদের আগেই তারা দুজনই দেশে ফিরবেন।”
এর আগে সকালে ঢাকা থেকে পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাটে শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন আলতাফ হোসেন। পরে শহীদের স্ত্রী রুমা বেগম, কন্যা লামিয়া ও মা রাবেয়া বেগমের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে জসিম উদ্দিন গুরুতর আহত হন এবং ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপি তাকে ‘আন্দোলনের শহীদ’ হিসেবে স্মরণ করে আসছে।
এদিকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলতাফ হোসেনের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, আর তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন।