ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে,

ফ্যাসিবাদী আ.লীগের পুনর্বাসন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিলেন, জামায়াত নেতা

খাগড়াছড়ি টাউন হলে বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী চরিত্র ও পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, “গত সরকার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করে দেশকে দেউলিয়া বানিয়েছে। চেতনার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে ধ্বংস করেছে।”

 

আবু সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের পর থেকে ‘রাজাকার’ শব্দটি আর গালি নয়। যারা এ শব্দের অপপ্রয়োগ করে, তারাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মাঈন উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, ছাত্রশিবিরের সাবেক নেতা আবু আহমেদ, আব্দুল হালিম, ওবায়েদুল হক ও কামরুল হাসান প্রমুখ।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে,

ফ্যাসিবাদী আ.লীগের পুনর্বাসন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিলেন, জামায়াত নেতা

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ি টাউন হলে বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী চরিত্র ও পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, “গত সরকার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করে দেশকে দেউলিয়া বানিয়েছে। চেতনার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে ধ্বংস করেছে।”

 

আবু সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের পর থেকে ‘রাজাকার’ শব্দটি আর গালি নয়। যারা এ শব্দের অপপ্রয়োগ করে, তারাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মাঈন উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, ছাত্রশিবিরের সাবেক নেতা আবু আহমেদ, আব্দুল হালিম, ওবায়েদুল হক ও কামরুল হাসান প্রমুখ।