ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আহ্বান

দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইস্তাম্বুলের প্রভাবশালী মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তুরস্কের বৃহত্তম ওই শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কয়েকদিনের মধ্যেই দলটি তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল। এরই মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

সিএইচপির একজন মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন, দলটির নেতা ওজগুর ওজেল বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) ইস্তাম্বুলের সিটি হলের বাইরে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

তবে চার দিনের জন্য ইস্তাম্বুলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছেন গভর্নর।

এরআগে বুধবার ভোরবেলা ইস্তাম্বুলে ইমামোগলুর বাড়িতে কয়েকশ’ পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষটি নিয়ে পোস্ট করেন। কর্তৃপক্ষ তখন সামাজিক নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার ভোরেও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কে ধীর গতি দেখা গেছে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আহ্বান

প্রকাশিত: ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইস্তাম্বুলের প্রভাবশালী মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তুরস্কের বৃহত্তম ওই শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কয়েকদিনের মধ্যেই দলটি তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল। এরই মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

সিএইচপির একজন মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন, দলটির নেতা ওজগুর ওজেল বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) ইস্তাম্বুলের সিটি হলের বাইরে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

তবে চার দিনের জন্য ইস্তাম্বুলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছেন গভর্নর।

এরআগে বুধবার ভোরবেলা ইস্তাম্বুলে ইমামোগলুর বাড়িতে কয়েকশ’ পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষটি নিয়ে পোস্ট করেন। কর্তৃপক্ষ তখন সামাজিক নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার ভোরেও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কে ধীর গতি দেখা গেছে।